ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনার দায়িত্ব নিয়েছেন মামুনুল হক: রাশেদ প্রধান

ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি চরমোনাইয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগা)-এর সহ-সভাপতি রাশেদ প্রধান।

বৃহস্পতিবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান রাশেদ প্রধান।

তিনি বলেন, ‘আমরা সমঝোতার চূড়ান্ত পর্যায়ে আছি। ইসলামী আন্দোলন সমঝোতায় আছে—এটা এখনই বলা যাবে না, আবার তারা বের হয়ে গেছে—এটাও বলা যাবে না। সবকিছুই চূড়ান্ত হবে আজ রাত ৮টার মধ্যে।’

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ